Logo

রাজনীতি

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত

ছবি : বাংলাদেশের খবর

তিনটি বিষয়ের প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে আলোচনা শেষে তিনি এ ঘোষণা দেন।

কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছি। তবে যদি আবারও কোনো গোষ্ঠী অপকৌশলের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এর আগে রোববার ও সোমবার ছাত্রদল তিনটি অভিযোগে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

ছাত্রদলের উত্থাপিত তিনটি অভিযোগ হলো—

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে ইসি হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি করেছে ছাত্রদল।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর