ফরিদপুর-১ : জাহাজ প্রতীক পেলেন আরিফুর রহমান দোলন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন জাহাজ প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়োজিত লটারিতে এই প্রতীক বরাদ্দ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৬টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ।
এই নির্বাচনে অংশ নিতে গত ২৯ ডিসেম্বর বিকালে সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কাছে আরিফুর রহমান দোলনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী ডা. মাফরুহা রহমান। প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রে সবকিছু ঠিক থাকলেও জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুজন ভোটারের বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোহাম্মদ আরিফুর রহমান দোলন নির্বাচন কমিশনে আপিল করলে শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আর তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা ফিরে পান তিনি।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আজ ছিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন।
রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ পান। তবে কোনো প্রার্থীর মনোনয়নপত্রে উল্লেখিত পছন্দের প্রতীক আর কেউ দাবি না করলে সেটি তাকে বরাদ্দ দেওয়া হয়।
তফসিল অনুযায়ী আগামীকাল (২২ জানুয়ারি) থেকে যার যার প্রতীক নিয়ে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। পাশাপাশি একই সময়ে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নেওয়া হবে।
আরিফুর রহমান দোলন এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন। স্থানীয় পর্যায়ে তার রয়েছে উল্লেখযোগ্য পরিচিতি ও গ্রহণযোগ্যতা।
দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত আরিফুর রহমান দোলন বর্তমানে ‘দৈনিক ঢাকটাইমস’, ‘ঢাকাটাইমস ২৪ ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’-এর সম্পাদক।
কর্মজীবনে তিনি ‘আমাদের সময়’ পত্রিকার নির্বাহী সম্পাদক, ‘বাংলাদেশ প্রতিদিন’–এর উপসম্পাদক এবং ‘প্রথম আলো’র ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন।
আরিফুর রহমান দোলন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।
সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ফাউন্ডেশনটিকে পরিচিত করে তুলেছেন। তার নেতৃত্বে ফাউন্ডেশনটি মূলত শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে।
ফাউন্ডেশনের ব্যানারে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে আর্থিক ও নৈতিক সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন সামাজিক দুর্যোগে ত্রাণ বিতরণের মতো কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।
এইচকে/এসএসকে/

