কুমিল্লায় ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৯:২৬
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা–১ আসনের প্রতীক বরাদ্দের মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান। পরে পর্যায়ক্রমে বাকি ১০টি আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।
প্রতীক বরাদ্দকালে অধিকাংশ প্রার্থী নিজে উপস্থিত না থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেন।
এ সময় নির্বাচন শেষে গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বিষয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করা হয়।
উল্লেখ্য, কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে এবং মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হলে চূড়ান্তভাবে মোট ৮০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হন।
আনোয়ার হোসাইন/এসএসকে

