Logo

রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ : ৬৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২১:০৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গ : ৬৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির ৬৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক নির্দেশনা কার্যকর করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা আ ন ম বজলুর রশিদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজয়ানুল হক, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা এবং মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।

এ ছাড়া বিএনপির নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ আরও অনেকে রয়েছেন তালিকায়।

বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর