Logo

রাজনীতি

শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২৩:৪২

শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মাজার জিয়ার করেন তারেক রহমান। ছবি-সংগৃহীত

সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার রাত ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল ও সাড়ে দশটার দিকে হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত করেন তিনি। ওই সময় সড়কে অবস্থানরত নেতা-কর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এসময় অনেকে সিলেটি দামান ও দুলা ভাই বলেও স্লোগান দেন। 

এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি, রাত ৮টার দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি একটি বিশেষ বাসে করে মাজারে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তারেক রহমান সেখানে টিলায় অবস্থিত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন।

প্রায় দুই দশক পর সিলেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্যে বক্তব্য দেবেন।

 

সিলেটে তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একটি প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন। 

 

মাজার জিয়ারতকালে সিলেটের নেতাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, এম এ মালিক ও এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর