Logo

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে : তারেক রহমান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৩:৫০

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যালিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারীকে এ কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে মাসিক ভিত্তিতে ২ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে খাদ্যসামগ্রী।

তিনি আরও বলেন, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে; বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের কথা শোনেন তারেক রহমান। তরুণদের উদ্দেশে নিজেও দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত তরুণরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী।

আজ সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান। বিএনপির জনসভার জন্য নির্ধারিত নগরের আলিয়া মাদ্রাসা মাঠে দলটির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নেমেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর