নবী সা.’র ন্যায়পরায়ণতার ভিত্তিতে বিএনপি দেশ পরিচালনা করবে : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৪:১২
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে, ইনশা আল্লাহ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যের শেষ বাক্যে তিনি এসব কথা বলেন।
দুপুর ১টায় তারেক রহমানের ভাষণ শুরু হয়। শুরুতেই তিনি গুম হওয়া বিএনপির নেতা সিলেটের ইলিয়াস আলী, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইফতেখার আহমেদ দিনারকে স্মরণ করেন। তিনি বলেন, এরাসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের জীবন ও রক্তের বিনিময়ে আজ আমরা এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। বিপ্লবের মাধ্যমে চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। আমরা গত ১৫ বছরের কালো সময়কে বদলে দিতে চাই।
তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেন, আসমান-জমিন, বেহেশত-দোজখ— সবকিছুর মালিক আল্লাহ তা’আলা। কিন্তু একটি দল ভোটের বিনিময়ে আল্লাহর মালিকানাধীন বেহেশত মানুষকে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এটি অনেক বড় প্রতারণা। নির্বাচনের আগেই যারা এত বড় প্রতারণা করছে, ভোটে বিজয়ী হলে তারা কীরকম প্রতারণা দেশের মানুষের সঙ্গে করবে, সহজেই বুঝে নেন।
পোস্টাল ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, আপনারা দেখেছেন, বিশ্বের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পেপার নিয়ে কীভাবে ডাকাতির মতো ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরশাসক যেভাবে ভোট ডাকাতি করেছিল, এখনও একটি দল সেভাবে ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে দেশবাসীকে সজাগ-সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, একটি দল বলে, সবাইকে দেখা হয়ে গেছে; এখন আমাদের ভোট দিন। কিন্তু ওই দলকে তো একাত্তর সালে মানুষ দেখে ফেলেছেন। আমরা যেমন দিল্লির আনুগত্য চাই না, তেমনি চাই না পিণ্ডির।
ফ্যামিলিসহ বিভিন্ন কার্ডের প্রতিশ্রুতি দিয়ে জিয়াপুত্র জনসভায় বলেন, প্রতিটি পরিবাকে সুখী-সমৃদ্ধ করার বিস্তর পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। এছাড়া সিলেটের নদ-নদীসহ বিভিন্ন জায়গায় আমরা খাল খনন করব। কিন্তু এসব বাস্তবায়ন করতে গেলে আপনাদের সবাইকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় জসনভায় কেন্দ্রীয় ও সিলেট বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
এর আগে বুধবার রাত থেকেই আলিয়া মাঠে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর থেকেই সিলেটের আলিয়া মাদরাসা মাঠের দিকে জনস্রোত বাড়তে থাকে। সকাল ৯টার আগেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের সড়কসহ কয়েক কিলোমিটার এলাকায় জনসমুদ্র ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর পর সিলেট সফরে আসেন তারেক রহমান। বুধবার রাত সোয়া ৮টার দিকে তিনি বিমানযোগে সিলেট পৌঁছান। সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
পরে রাত ১১টার দিকে তিনি শ্বশুরবাড়ি, অর্থাৎ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়িতে যান। সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।
সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনূস আলী।
সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার পথে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়া পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন।
মো. রেজাউল হক ডালিম/এমবি

