Logo

রাজনীতি

নতুন জামা পরা ফ্যাসিবাদেরও একই পরিণতি হবে : জামায়াত আমির

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:০৩

নতুন জামা পরা ফ্যাসিবাদেরও একই পরিণতি হবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। আমরা আমাদের এই দেশে আর নতুন করে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, ৫ আগস্ট যে পরিণতি হয়েছে, নতুন জামা পরা ফ্যাসিবাদেরও একই পরিণতি হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নিজের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমাদের প্রতীক ইনসাফের প্রতীক। দেশে ইনসাফ না থাকায় আমাদের এত বৈষম্য ও দুর্নীতি। এই ইনসাফ যদি থাকতো তাহলে দেশে দেশে বেগমপাড়া গড়ে হতো না, দুর্নীতিও থাকত না।

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। নতুন প্রজন্মের কাজ শেষ হয়ে যায় নাই। আপনারা বৈষম্য, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন ‘ইউ ওয়ান্ট জাস্টিস’। সে ন্যায়বিচার কায়েম না হওয়া পর্যন্ত কি আপনারা ঘরে ফিরে যাবেন? 

তিনি আরও বলেন, ন্যায়বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদের আহ্বান জানাব— আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব।

জামায়াত আমির বলেন, যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়িচাপা থেকে লোক হত্যা— এসব থেকে বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যতই রঙিন স্বপ্ন জাতিকে দেখাবে, জাতি তাদের মতলব বুঝতে অসুবিধা হবে না।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর