Logo

রাজনীতি

বাবার পথ ধরে আবারও ‘খাল খনন কর্মসূচি’ চালুর ঘোষণা দিলেন তারেক রহমান

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪০

বাবার পথ ধরে আবারও ‘খাল খনন কর্মসূচি’ চালুর ঘোষণা দিলেন তারেক রহমান

ছবি : বাংলাদেশের খবর

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নরসিংদীর বন্ধ হয়ে যাওয়া পুকুর ও খালগুলো পুনরায় খনন করে কৃষিকাজে গতি ফেরাতে চায় বিএনপি। তিনি বলেন, ‘আমার বাবা (জিয়াউর রহমান) খাল খনন কর্মসূচি করেছিলেন। তার সন্তান হিসেবে ইনশাআল্লাহ আমিও তা করব। আমাদের খাল খনন করতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দুইটায় নরসিংদী পৌর শিশু পার্কের সামনে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রায় ১৩ বছর পর দলীয় প্রধানের নরসিংদী সফরকে কেন্দ্র করে রাত আড়াইটা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তারেক রহমান তার বক্তব্যে দেশের উন্নয়নের রূপরেখা তুলে ধরে বলেন, ‘যুব ও তরুণ সমাজকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলব, যাতে তারা স্বাবলম্বী হতে পারে অথবা বিদেশে উচ্চ বেতনে চাকরি করতে পারে। দেশে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে তুলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে।’

বিগত ১৫ বছরের লুটপাট ও বিদেশে পাচার হওয়া সম্পদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের সাথে হওয়া দুর্নীতি বন্ধ করে দেশে সুশাসন নিশ্চিত করা হবে, যেখানে সাধারণ মানুষ সহজেই সমস্যার সমাধান পাবে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের বুঝতে হবে কে ধোঁকাবাজি করছে। গত ১৫ বছর যেমন আপনারা একজনকে দেখেছেন, তেমনি ৫০ বছর আগের ইতিহাসও আপনারা জানেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং দুর্নীতি দূর করার যত ভালো উদ্যোগ, তা মহান আল্লাহর রহমতে বিএনপির সময়েই হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘করব কাজ-গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ— এই নীতিতে দেশ গড়তে হলে ধানের শীষকে জয়ী করতে হবে।’

সভাপতির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন দলীয় প্রধানের এই সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। জনসভায় তারেক রহমান নরসিংদীর পাঁচটি আসনের ধানের শীষের প্রার্থীদের উপস্থিত জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের প্রার্থী ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ এর মনজুর এলাহী, নরসিংদী-৪ এর সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং নরসিংদী-৫ এর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর