Logo

রাজনীতি

উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব : জামায়াত আমির

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৩

উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব : জামায়াত আমির

পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের কোনো দুর্বৃত্ত যেন নতুন পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনীতিতে সুযোগসন্ধানীদের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘কেউ কেউ বসন্তের কোকিল— উড়ে এসে জুড়ে বসে। কিন্তু আমরা দুঃখ-কষ্টের সময় দেশবাসীকে ফেলে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না।’

উত্তরবঙ্গের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। অথচ আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে মাত্র পাঁচ বছরই যথেষ্ট। আমরা পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকল পুনরায় চালু করব। উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব।’

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘যারা ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বেকার যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে।’

নির্বাচনী স্লোগানে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এতদিন ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ বলা হতো, কিন্তু তাতে ভারসাম্য ছিল না। এবার আমরা স্লোগান দেব— ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’।

তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, এনসিপির মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফি এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা।

এসকে দোয়েল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর