নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে ডিম নিক্ষেপ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২১:১৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে
ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিন সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় শাপলা কলি প্রতীক নিয়ে গণসংযোগ চালানোর সময় হঠাৎ এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ওপর থেকে একের পর এক ডিম নিক্ষেপ করা হচ্ছে। অপর একটি ভিডিওতে নোংরা পানিও ছুড়ে মারতে দেখা যায়।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ ও ‘বাধা দিলে-ধবে লড়াই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ধৈর্য ধারণের নির্দেশ দেন।

