ঢাকায় ঘোষণা দিলে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২৩:১০
ইশরাক হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না।’
শুক্রবার সকালে রাজধানীর বংশালে সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ঢাকার একটি আসনও কাউকে ছেড়ে দেওয়া হবে না-জামায়াতে ইসলামীর এক প্রার্থীর এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইশরাক হোসেন বলেন, ‘আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামায়াত হোক কিংবা অন্য কোনো দলের প্রার্থী হোক।’
ঢাকা–৬ আসনের বিএনপি প্রার্থী বলেন, ‘আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়েই আমরা এই জায়গায় এসেছি। আমরা ভেসে আসিনি। আমাদের ১৭ বছরের ত্যাগ রয়েছে, ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো চব্বিশের ৫ আগস্টের পর হঠাৎ বের হয়েছে। এই গুপ্ত বাহিনী হঠাৎ উদয় হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগে দেখেছি তারা ভোরবেলা, যখন রাস্তাঘাটে মানুষ থাকত না, তখন অন্ধকারে বের হয়ে মিছিল করে চলে যেত। এটিই ছিল তাদের আন্দোলন–সংগ্রাম। আমরা রাজপথে বুক ফুলিয়ে দাঁড়িয়েছি, রক্ত দিয়েছি, গুলির মুখে দাঁড়িয়েছি। ১৭ বছর ধরে গুম–খুনের শিকার হয়েছি, কিন্তু কখনো পিছু হটিনি।’
জামায়াতের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘তারাও জানে ঢাকা শহরের সব আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এটা কেবল তাদের নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করার জন্য। আর যদি তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তা পরিষ্কার করে বলুক। আমরা নির্বাচনের অনেক আগেই তাদের ঢাকা থেকে বিতাড়িত করে দেব—আমি এটা বলছি।’
এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথাও জানান তিনি। ইশরাক বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে, ফুটপাতে দখল করছে কিংবা রাস্তায় স্থাপনা বসিয়ে চাঁদা তুলছে—তাদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’
পোস্টাল ব্যালটে অনিয়ম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পোস্টাল ব্যালট নিয়ে আমাদের দল থেকে একটি অবস্থান নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমি সেখানেই থাকতে চাই। পোস্টাল ব্যালট গণনার জন্য আলাদা কেন্দ্র রয়েছে। সেখানে কোনো অনিয়ম হলে চূড়ান্ত ফলাফলে আমরা সেটি আমলে নিতে পারব না।’

