জোটের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় এনসিপি নেতাকে অব্যাহতি
আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩০
ছবি : বাংলাদেশের খবর
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসিবুর রহমান অপু। অথচ এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, শরিক দলগুলোর একক প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা থাকলেও হাসিবুর রহমান তা মানেননি।
এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে হাসিবুর রহমানকে দলের সব দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।'
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে ১০ দলীয় জোটের অন্যতম শরিক। জোটের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় হাইকমান্ডের এমন কঠোর সিদ্ধান্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মিয়া রাকিবুল/এআরএস

