দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, সমাবেশ ঘিরে উচ্ছ্বাস
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৩
ফেনী পাইলট হাই স্কুল মাঠে প্রস্তুত হচ্ছে মঞ্চ। ছবি : বাংলাদেশের খবর
দুই দশক পর ফেনীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) ফেনী পাইলট হাই স্কুল মাঠে দলের সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই কর্মসূচি ঘিরে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ বিরাজ করছে।
জানা গেছে, তারেক রহমান ২০০৬ সালে সর্বশেষ ফেনী জেলার ছাগলনাইয়ায় এসেছিলেন। তখন তিনি স্থানীয় শিল্পপতি এম এ কাশেমের পুত্রের স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রায় ২০ বছর পর ফেনীতে আসছেন দলের চেয়ারম্যান হিসেবে।
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক জানিয়েছেন, “রোববার পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এই কর্মসূচি ঘিরে নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। ইতিমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশের জন্য উপ-কমিটি গঠনসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেনীবাসী তাঁকে এক নজর দেখার ও বক্তব্য শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সমাবেশে তিনি ফেনীসহ দেশের জন্য তাঁর পরিকল্পনার কথা জানাবেন।”
এদিকে, মঙ্গলবার বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। সভার সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, এডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব, গাজী মনির আহমেদ ও অ্যাডভোকেট সাহানা আক্তার সানু।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভার বক্তারা জানিয়েছেন, সমাবেশকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর নজর রাখা হবে। এটি হবে স্মরণকালের একটি সর্ববৃহৎ রাজনৈতিক সমাবেশ।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর দলের চেয়ারম্যানের ফেনী কর্মসূচি সফল করতে যুবদলের পক্ষ থেকে বিশেষ ভূমিকা থাকবে। সর্বস্তরের মানুষ সমাবেশে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘এই সমাবেশ কেবল রাজনৈতিক কর্মসূচি নয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের শক্তিশালী অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে।’
এম. এমরান পাটোয়ারী/এমএইচএস

