Logo

রাজনীতি

মির্জা ফখরুল

আমি যার সঙ্গে একবার গাঁটছড়া বাঁধছি, বাঁচব-মরব সেখানেই

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:১৪

আমি যার সঙ্গে একবার গাঁটছড়া বাঁধছি, বাঁচব-মরব সেখানেই

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কেন ঠাকুরগাঁও-২, আমার আব্বার আসনে নির্বাচন করি না। আমি তাদের বলি, আমি যার সঙ্গে একবার গাঁটছড়া বাঁধছি, বাঁচব–মরব সেখানেই।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শুকানপুকুরি ডি-হাট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় অনেক প্রবীণ গুণী মানুষের সঙ্গে রাজনীতির স্মৃতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এখনকার তরুণরা আমাদের সেভাবে চেনে না। কিন্তু অনেক বয়স্ক মানুষের মনে থাকার কথা। এই মাঠে আমার অনেক স্মৃতি রয়েছে। এখানে বসে আমরা অনেক মিটিং করেছি। সেদিনের বিএনপি আজ এখানে অনেক শক্তিশালী।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন এ দেশের একজন যোগ্য শাসক। যার আমলে দেশের উন্নয়ন শুরু হয়। এরপর তার সহধর্মিণী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একইভাবে দেশ চালান। তাকে অনেক নির্যাতন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। কিন্তু তিনি এ দেশ ছেড়ে যাননি। কারো কাছে মাথানত করেনি। কিছুদিন আগে তিনি আমাদের ছেড়ে গেছেন। যেভাবে শহিদ জিয়ার জানাজায় লাখো মানুষ কেঁদেছে, তেমনি আমাদের দেশনেত্রীর জানাজায়ও সারা দেশের লাখো মানুষ কেঁদেছে। আমাদের নেতা এমনই ছিলেন। এখন আমাদের নেতা তারেক রহমান। আমাদের দল এবং আমরা যারা দলের প্রার্থী হয়েছি, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।

নিজ নির্বাচনী আসনের মানুষের প্রত্যাশা পূরণের সম্ভাবনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে অনেক কলকারখানা করতে চাই। কৃষির উন্নয়ন করতে চাই। যার মাধ্যমে আমাদের আয় বাড়বে। আমাদের ছেলে-মেয়েরা শিক্ষিত হবে এবং এগুলোতে কর্মসংস্থান হবে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি নিশ্চয়ই ভালো জায়গায় থাকব। ঠাকুরগাঁওয়ের জন্য অনেক উন্নয়ন করার সুযোগ পাব।

তিনি বলেন, ১৯৯১ সাল থেকে আমি আপনাদের সঙ্গে আছি। নির্বাচন করেছি—কখনো হেরেছি, কখনো জিতেছি। আপনাদের জন্য সংসদে গিয়ে কাজ করেছি। সামনে আরেকটি নির্বাচন আসছে। আপনাদের ভোটেই নির্বাচিত ব্যক্তি সংসদে গিয়ে কাজ করবে। আপনারা হিন্দু-মুসলিম এক হয়ে নির্ভয়ে ভোট দিতে যাবেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি কাজ করতে পারব। কারণ আমি বিএনপির মহাসচিব। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নেই, তাহলে সবাই একসঙ্গে মিলেমিশে আমাদের ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করব।

আবু সালেহ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর