চাঁদাবাজদের ৫৬ হাজার বর্গমাইলের বাইরে থাকতে হবে : ডা. শফিকুর রহমান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে কোনো চাঁদাবাজের স্থান হবে না। তাদের দেশের সীমানার বাইরে থাকতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। পাঁচ বছর পর্যন্ত সব শিশুর চিকিৎসা এবং ৬০ বছরের ঊর্ধ্বে সব বয়স্ক নাগরিকের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। পাশাপাশি মেধাবীদের মেধা বিকাশে রাষ্ট্র সার্বক্ষণিক সহযোগী হিসেবে কাজ করবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, ব্যক্তি বা প্রতীক নয়, আদর্শই হবে আগামী দিনের পথচলার মূল ভিত্তি। ‘হ্যাঁ’ ভোটের অর্থ হলো অন্যায়ের কাছে মাথা নত না করা এবং কোনো চোখ রাঙানিকে ভয় না পাওয়া।
জামায়াতে ইসলামী শেরপুর উপজেলার সেক্রেটারি আব্দুল্লাহ আল মুসতাবিধ নাসিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।
বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আলহাজ দবির রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. হারুন অর রশীদ রাফী। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সভাপতি মুজাহিদ ফয়সাল, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, ধুনট উপজেলার আমির মাওলানা আমিনুল ইসলাম, বগুড়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি যোবায়ের আহম্মেদসহ জনসভায় জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
আব্দুল ওয়াদুদ/এমবি

