Logo

রাজনীতি

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ২০:৪৪

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

ছবি : বিএনপি মিডিয়া সেল

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সর্বশেষ ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। তার এই আগমনকে কেন্দ্র করে বন্দরনগরীসহ আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শনিবার বিকেল ৫টা ৪৯ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় তাঁকে নগরীর নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে জনসমুদ্রে রূপ নেবে। বিএনপি নেতা এরশাদ উল্লাহ জানান, ঐতিহাসিক এই মাঠ থেকে নতুন চেয়ারম্যান দেশের জন্য কী বার্তা দেন, তার অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী। উল্লেখ্য, ২০১২ সালে সর্বশেষ এই মাঠে জনসভা করেছিলেন বেগম খালেদা জিয়া।

মহাসমাবেশে যোগ দেওয়ার আগে রোববার সকালে রেডিসন ব্লু-তে ১৫০ জন ছাত্র ও যুব প্রতিনিধির অংশগ্রহণে ‘পলিসি ডায়ালগ’ শিরোনামের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। প্রশ্নোত্তর আদলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মের ভাবনা শুনবেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

চট্টগ্রামের কর্মসূচি শেষ করে ওইদিনই সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। ফেরার পথে তিনি ম্যারাথন নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, বিকাল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠ, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজি মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন। দীর্ঘ এই সফর শেষে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ নির্বাচনী জনসভা সম্পন্ন করে গভীর রাতে তিনি ঢাকায় নিজ বাসভবনে ফিরবেন।

তারেক রহমানের সফর ঘিরে চট্টগ্রাম মহানগর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। সিএমপি কমিশনার হাসিব আজিজ জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় কোনো প্রকার অস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও প্রদর্শন নিষিদ্ধ। এছাড়া ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা’ অনুযায়ী অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসন থেকে সমাবেশের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর