জি এম কাদের
দেশ-গণতন্ত্র বাঁচাতে জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:২০
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙল প্রতীকের প্রার্থী জি এম কাদের বলেছেন, ‘সরকার একটি বিশেষ দলকে নির্বাচনী সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। ফলে এখনও নির্বাচনে সমান সুযোগের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। বরং জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের মাঠে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি ভোগ করছেন।’
এসব বিষয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জি এম কাদের এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে, অন্য দলগুলোকে পরিকল্পিতভাবে চাপে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কখনোই জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না।’
গণভোট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘একটি পক্ষ জনগণকে ‘হ্যাঁ’ ভোটে বাধ্য করতে প্রশাসন ও সরকারি ক্ষমতার ব্যবহার করছে। এটি সংবিধানসম্মত নয়। যদি ‘হ্যাঁ’ ভোট পাস হয়, তাহলে সংসদ স্বাধীন ও সার্বভৌম থাকবে না। এটি একটি নির্দিষ্ট শক্তির আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হবে। তাই দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি।’
তিনি যোগ করেন, ‘দেশ বাঁচানোর জন্য যেকোনো মূল্যে জনগণকে ‘না’ ভোট দিতে হবে। এটি কোনো দলীয় নয়, এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন।’
জি এম কাদের দাবি করেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। মাঠের পরিস্থিতি বলছে— মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টির দিকে তাকাচ্ছে।
তিনি বলেন, ‘মানুষ বুঝতে পেরেছে, দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় পার্টির বিকল্প নেই। আমরা ক্ষমতার জন্য নয়, দেশের জন্য রাজনীতি করি। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষাই আমাদের মূল লক্ষ্য।’
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, রংপুর মহানগর সহসভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএসকে/

