Logo

রাজনীতি

তারেক রহমানের বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা

Icon

গাজী আরিফুর রহমান, বরিশাল

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২০:২০

তারেক রহমানের বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। একাধিকবার সময়সূচি পরিবর্তনের পর আপাতত তার নির্বাচনী জনসভা ও বরিশাল সফরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আগামী ২৭ জানুয়ারি বরিশালে তারেক রহমানের আগমনের কথা থাকলেও শনিবার বিকেলে ওই তারিখও বাতিল করা হয়েছে। ফলে তিনি কবে বরিশাল সফরে আসবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে ২৬ জানুয়ারি সফরের দিন নির্ধারিত থাকলেও সেটিও পরিবর্তন করা হয়। যদিও তারেক রহমানের আগমন উপলক্ষে এরই মধ্যে বরিশালে বিভাগীয় প্রস্তুতি সভা সম্পন্ন করেছে দলটি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারেক রহমানের বরিশাল সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।’

তিনি জানান, শুরুতে ২৬ জানুয়ারি সফরের পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে সফরের মাত্র দুদিন আগে সেই কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

বিলকিস আক্তার জাহান শিরিন আরও বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর কথা ছিল এবং বিকল্প পথে বরিশাল ত্যাগের বিষয়েও আলোচনা চলছিল। তবে সামগ্রিক সময়সূচি সমন্বয়ে জটিলতা তৈরি হওয়ায় সফরটি পেছাতে হয়েছে। তবে সফর বাতিল হয়নি, নতুন তারিখ কেন্দ্রীয়ভাবে পরে জানানো হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরের সম্ভাবনা তৈরি হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল।

বরিশাল অঞ্চলের বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ দলীয় চেয়ারম্যানের অপেক্ষায় প্রহর গুনছে। তিনি বরিশালে এলে নেতাকর্মীরা আরও কয়েক গুণ চাঙা হবেন। সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের পথ চেয়ে আছে বরিশালবাসী।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর