Logo

রাজনীতি

‘এবার বদলে দাও বাংলাদেশ’ স্লোগানে শিবগঞ্জে মান্নার নির্বাচনী যাত্রা শুরু

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৯

‘এবার বদলে দাও বাংলাদেশ’ স্লোগানে শিবগঞ্জে মান্নার নির্বাচনী যাত্রা শুরু

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছেন নাগরিক ঐক্যের সভাপতি প্রার্থী মাহমুদুর রহমান মান্না। রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

মাজার জিয়ারত শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে মহাস্থানগড় এলাকায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রতীক ‘কেটলি’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, “বিরাট রক্তের নদী পাড়ি দিয়ে আমরা নির্বাচনের দরজায় পৌঁছেছি। এবার আমাদের স্লোগান ‘এবার বদলে দাও বাংলাদেশ’। শিবগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্য।”

প্রচারণার শুরুতে নাগরিক ঐক্যের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাগরিক ঐক্য সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর