উন্নত ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চান ড. মঈন খান
মো. বেলায়েত হোসেন, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৪৩
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ড. মঈন খান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশকে একটি উদার, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।’
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।
এদিকে নরসিংদী-২ (পলাশ) আসনে গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ড. মঈন খান। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া ছাত্রদল নেতা সজিব ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় নেতাকর্মী ও ‘ধানশীষ’ প্রতীকের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ‘ধানশীষ’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের সঙ্গে ড. মঈন খান কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মো. বেলায়েত হোসেন/এআরএস

