Logo

রাজনীতি

আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯

আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে নতুন করে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত দেড় দশকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি ও ধানের শীষের জোয়ার দেখে একটি বিশেষ মহল আবারও ষড়যন্ত্রে মেতেছে। রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার দাউদকান্দিতে জনসভা শেষ করে রাত ২টার দিকে কাঁচপুরের সভামঞ্চে উপস্থিত হন তারেক রহমান। সেখানে প্রায় ১৫ মিনিটের বক্তব্যে তিনি দেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও জনকল্যাণমুখী নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে গৃহিণীদের হাতে মাসে অন্তত সাত থেকে ১০ দিনের খাদ্যসামগ্রী বা নগদ অর্থ পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ প্রবর্তনের ঘোষণা দিয়ে তিনি জানান, সরকার গঠন করলে প্রতি বছর অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হবে।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান হুঁশিয়ারি দেন যে, বিগত সময়ে যারা ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরের জলাবদ্ধতা দূর করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘খাল কাটা কর্মসূচি’ আবারও চালুর অঙ্গীকার করে তিনি বলেন, নদী-নালা ভরাট হওয়ায় জনজীবন আজ বিপর্যস্ত, ক্ষমতায় গেলে এই সংকট সমাধানে তিনি নিজে উপস্থিত থেকে কাজ শুরু করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।


ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর