Logo

রাজনীতি

ভোটাধিকার রক্ষায় ভোরেই কেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৮

ভোটাধিকার রক্ষায় ভোরেই কেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, গত দেড় দশকে দেশে বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। এবারও নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র চলছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছিলেন। আর ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা সেই স্বাধীনতাকে রক্ষার সংগ্রামে অংশ নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির অন্তত ৪১৯ জন নেতাকর্মীসহ হাজারের বেশি মানুষ সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের দিন ফজরের নামাজ আদায় করে সবাইকে কেন্দ্রে যেতে হবে। নিজের ভোট নিজেকে দিতে হবে— এই দায়িত্ব কাউকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’

বিএনপি ক্ষমতায় এলে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, সরকার গঠন করা হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে নিম্নআয়ের মানুষ ও কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সফলভাবে পালন করেছে।

নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা এবং কৃষিঋণের সুদ মওকুফের উদাহরণ টেনে তিনি বলেন, বিএনপির কাছে মানুষের জীবনমান উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই রায়ের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. সজিব হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর