দলীয় শৃঙ্খলা ভঙ্গ : বিএনপির ২১ নেতাকে বহিষ্কার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৫৮
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২১ জন নেতাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. আব্দুল হালিম, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং নিকলী উপজেলা বিএনপির একাধিক নেতা।
এ ছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য দায়িত্বশীল নেতারাও এই বহিষ্কারের আওতায় এসেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে সুসংহত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নীতিমালা ও নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসএসকে/

