ময়মনসিংহের পথে তারেক রহমান, জনসভা করবেন গাজীপুর এবং উত্তরায়ও
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৪০
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর আড়াইটায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল শোয়া ১১টার দিকে তিনি গুলশান থেকে ময়মনসিংহর উদ্দেশে যাত্রা শুরু করেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন জানান, ময়মনসিংহে জনসভা শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে তারেক রহমান আরও দুটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেবেন। তিনি বিকেল ৫টা নাগাদ ময়মনসিংহে কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত পৃথক দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার শেষ সময়ে প্রার্থীর পক্ষে জনসমর্থন বাড়াতে এই সফরের পরিকল্পনা করা হয়েছে। জনসভাগুলোতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করছে বিএনপি।
সকল কর্মসূচি শেষ করে মঙ্গলবার রাত ৮টায় গুলশানের নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। তার এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরার জনসভা স্থলের নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে।
এমএইচএস

