Logo

রাজনীতি

৩ জেলায় ১১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৬

৩ জেলায় ১১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ, নড়াইল ও বাগেরহাট জেলার মোট ১১ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. মুসফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, এবং গফরগাঁও উপজেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান খায়রুল ও মোঃ জালাল উদ্দীনকে বহিষ্কার করা হয়েছে।

একই আদেশে নড়াইল জেলার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টুও বহিষ্কারের তালিকায় রয়েছেন।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে কেন্দ্র। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক বিরোধী কাজে লিপ্ত হচ্ছেন, তাঁদের বিরুদ্ধেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর