Logo

রাজনীতি

খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি : তারেক রহমান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৮

খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল বলছে- বিএনপি দুর্নীতি করেছে। ২০০১ থেকে ২০০৭ সালে পর্যন্ত তাদের দুজন মন্ত্রী ছিলেন। তারা কেন সেই সময় পদত্যাগ করে চলে আসেনি। কারণ তারা জানত, খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি। এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। যারা এখন এসব বলছেন, তারা নিজেদের বিরুদ্ধেই বলছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন আপনারা। কেন এই অধিকার দরকার? আগামী দিনে জনগণের ইচ্ছায় যাতে সরকার চলতে পারে, সেজন্যই দরকার ভোটের অধিকার।

তিনি বলেন, এই এলাকায় বিভিন্ন সমস্যা ছিল। কোনো সমস্যার সমাধান হয়নি। কারণ ভোটে নির্বাচিত সরকার ছিল না। আমি-ডামির নির্বাচন ছিল। তাই জনগণের কথা শোনার মতো কেউ ছিল না।

তারেক রহমান বলেন, দেশের অর্ধেকের বেশি নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা এগোতে পারব না। এজন্য ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছি, যাতে একটু হলেও পরিবারের সমস্যা সমাদান হয়। কৃষক কার্ডের মাধ্যমে সার, কিটনাশক পৌঁছাতে চাই। যাতে কৃষক ভাইয়েরা একটু একটু করে দাঁড়াতে পারেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমি খাল খনন করব। কে কে থাকবেন? আমি থাকব আপনাদের সঙ্গে।

চার জেলায় ধানের শীষের ২৪ জন প্রার্থীকে পরিচয় করে দিয়ে তারেক রহমান বলেন, তাদের নির্বাচিত করতে পারলে আপনার এলাকার উন্নয়ন হবে। আপনারা আপনাদের অধিকার বুঝে নেবেন। তার আগে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।

নির্বাচনী জনসভায় তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এতে বিএনপির মনোনীত সংসদ প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। 

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর