Logo

রাজনীতি

গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি : আসিফ মাহমুদ

Icon

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭

গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, আর গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী-২ সেনবাগ আসনের সেবারহাট বাজারে ১০ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, আর গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি। তারা অতীতের কোনো কথা রাখেনি। ভবিষ্যতেও রাখবে না। আপনারা ভোটারদের জন্য মিথ্যা বুলি শুনান।

এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি মনোনীত সেনবাগ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় দশ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর