Logo

রাজনীতি

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণ প্রকৃত অর্থে দেশের শক্তি ফিরে পাবেন : সালাহউদ্দিন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৯

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণ প্রকৃত অর্থে দেশের শক্তি ফিরে পাবেন : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। ইনশাআল্লাহ, তাহলেই এ দেশের মানুষ প্রকৃত অর্থে দেশের শক্তি ফিরে পাবেন।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশের জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে সুদৃঢ় করা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণের জন্য আগামী দিনে আমাদের সবাইকে ধানের শীষ প্রতীকে একটি ভোট দিতে হবে।’

সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি এ দেশের গণমানুষের রাজনৈতিক দল। উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্রভাবনা ও জাতীয় নিরাপত্তা— বিএনপির সব চিন্তা ও কর্মসূচির কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশ ও তার জনগণ। অতএব আমরা যারা ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছি, তাদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান— ইনশাআল্লাহ, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সারাদেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করুন।’

ইনশাআল্লাহ, বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে জানিয়ে তিনি বলেন, ‘একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র। যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং যার আকাঙ্ক্ষায় এ দেশের শহীদরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন।’

এর আগে সকাল থেকে নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সালাহউদ্দিন আহমদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর