ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ার মাধ্যমে ফেনীর উন্নয়ন করতে চাই : মঞ্জু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৭
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ঈগল মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট বাজার, গোলারহাট বাজার, শাহাপুর ও ভূইয়ারহাট এবং বিকেলে পাঁচগাছিয়া ইউনিয়নের তালতলা, বিরলী বাজার ও এলাহীগঞ্জে তিনি প্রচারাভিযান চালান।
এ সময় মুজিবুর রহমান মঞ্জু মোটবী ইউনিয়নের লক্ষীপুর ফরায়েজী বাড়িতে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক করেন। এছাড়া একই দিন বিকেলে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া বাজার, পশ্চিম বিজয়সিংহ, তালতলা ও বিরলী বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে প্রধান নির্বাচনী এজেন্ট জামায়াতের প্রচার সম্পাদক আ. ন. ম. আবদুর রহীম, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সদস্যসচিব ফজলুল হক, সদর জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, সদর থানা সভাপতি আবু বকর সিদ্দিক মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে চাই। ফ্যাসিবাদ উৎখাতে আমরা সবাই কাজ করেছি। আমরা পরিবর্তন চাই। ফেনীর দূরাবস্থা কাটানোর পরিকল্পনা করেছি। বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, খাল সংস্কার, শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করব। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা কাজ করব। সেক্ষেত্রে আবু সাঈদ ও শ্রাবণের মতো জীবন দিতেও আমরা প্রস্তুত।
তিনি আরও বলেন, ভোট দেওয়ার ক্ষমতা সব সময় আসে না। এবার দীর্ঘ বছর পর মানুষ ভোট দেওয়ার ক্ষমতা পেয়েছে। সেটার সঠিক ব্যবহার করে ভালো মানুষ বিবেচনা করে ভোট দিতে হবে। তাবই রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে।
এম. এমরান পাটোয়ারী/এমবি

