Logo

রাজনীতি

ভালুকায় বাস থামিয়ে এক কিশোরীর কথা শুনলেন তারেক রহমান

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭

ভালুকায় বাস থামিয়ে এক কিশোরীর কথা শুনলেন তারেক রহমান

ছবি : বাংলাদেশের খবর

 ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুর ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি থামিয়ে তার সঙ্গে দেখা করেছেন এক তরুণী।

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় বাস থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এই সময় তারেক রহমান বাসের দরজা খুলে দিলে তরুণী তার সঙ্গে কথা বলেন।

তারেক রহমানকে ওই তরুণী বলেন, ‘মানুষের সেবা করে, রাজনীতি করে, নিজের পাওয়ারে সংসদে গিয়ে আপনার (তারেক রহমান) সঙ্গে দেখা করে আসব। আমার রক্তে রাজনীতি, আমি রাজনীতি ছাড়া থাকব না। আমার জন্য দোয়া করবেন।’

এ সময় প্রয়াত খালেদা জিয়ার একটি ছবি এগিয়ে দিয়ে তরুণী বলেন, ‘এটা কি নেবেন?’ তখন তারেক রহমান খালেদা জিয়ার ছবিটি গ্রহণ করেন। ছবি নেওয়ার পর তারেক রহমান ওই তরুণীকে ধন্যবাদ জানিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন।

তরুণীর নাম সাফওয়ান সিদ্দিক রিয়ান। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী এবি সিদ্দিক সোহেলের কন্যা এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের ভাতিজি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর