Logo

রাজনীতি

ডা. শফিকুর রহমান

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, আমরা দলের পক্ষ থেকে তা মাফ করে দিয়েছি

Icon

পলাশ সিকদার, গোপালগঞ্জ

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:০০

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, আমরা দলের পক্ষ থেকে তা মাফ করে দিয়েছি

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে তা মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি করব না। চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াব না—এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং আমাদের কথা আমরা রেখেছি।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সন্ধ্যা থেকে মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

পথসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ এখন সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। দেশ ও জনগণের কল্যাণে তাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে মুকসুদপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও দেখা যায়।

পলাশ সিকদার/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর