নির্বাচিত হলে কওমি শিক্ষাকে যুগোপযোগী করা হবে : আসিফ মাহমুদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯
ছবি : বাংলাদেশের খবর
এগারো দলীয় জোট নির্বাচিত হলে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে কওমি শিক্ষাকে আধুনিক মানের করা হবে। মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন টেকনিক্যাল বা কারিগরি কাজ শেখানোর ব্যবস্থা করা হবে। তারা আর অবহেলিত থাকবে না, মাদরাসা শিক্ষার্থীদের আর বঞ্চিত হতে দেব না।’
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত এনসিপির নির্বাচনী পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আসিফ মাহমুদ ব্রাহ্মণবাড়িয়াকে গণতান্ত্রিক আন্দোলনের একটি শক্তিশালী দুর্গ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই দুর্গ থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের মোদিবিরোধী আন্দোলনে ১১ জন বীর শহীদ হয়েছেন। শুধুমাত্র এসব আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে দীর্ঘ সময় ব্রাহ্মণবাড়িয়াকে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত রাখা হয়েছে।’
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান ও হেফাজতের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির যে দাবি জানানো হয়েছিল, তা সফল হয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ইমামদের বেতন কাঠামোর প্রস্তাবকে সমর্থন জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আতাউল্লাহ আমীন তার বক্তব্যে বলেন, ‘আপনারা আমাদের মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলেছেন এবং রাজনীতি থেকে দূরে থাকতে বলেছিলেন। কিন্তু যখন দেখলাম আমাদের বন্ধু, কৃষক ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা ও গুম করা হচ্ছে, তখন আমরা অধিকার রক্ষায় রাজনীতিতে আসতে বাধ্য হয়েছি।’
তিনি আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দিয়ে সারাদেশ চললেও এই অঞ্চলের মানুষ গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। চলাচলের প্রধান মাধ্যম ট্রেনেও পর্যাপ্ত বরাদ্দ নেই। আমি নির্বাচিত হলে একটি নতুন আন্তঃনগর ও লোকাল ট্রেন চালু করব। আমি আপনাদের ভোটে বিজয়ী হলে আমার বন্ধু উসমান হাদীর খুনিদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল তার বক্তব্যে বলেন, ‘আমরা কোনো ফ্যামিলি কার্ড বা দয়া চাই না। আমরা চাই চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হোক। দেশের মানুষ আপনাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। আপনারা ভোট দেবেন এবং ভোটকেন্দ্র পাহারা দিয়ে আপনাদের অধিকার আদায় করে নেবেন।"
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম জোটের প্রার্থী আতাউল্লাহ আমীনকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে এবং সংস্কার ও বিচার নিশ্চিত করতে এগারো দলীয় জোটকে বিজয়ী করুন, যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট শক্তি তৈরি হতে না পারে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্য মহিউদ্দিন।
এইচকে/এমএইচএস

