শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় এনসিপির মশাল মিছিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২১:১৩
বিএনপির সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)/ছবি: সংগৃহীত
শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘গোলামি না আজাদি, আজাদি–আজাদি’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এএস/

