সারা বাংলায় ন্যায়-ইনসাফের পক্ষে মারদাঙা জোয়ার উঠেছে : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩
নোয়াখালী জিলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ যায়, তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা ভালোবাসতে পারেন নাই, তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর তাদের কাছে দেশ আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
জনসভায় জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় ন্যায় ও ইনসাফের পক্ষে মারদাঙা জোয়ার উঠেছে। সারা বাংলায় আমরা যেখানে যাচ্ছি, সেখানেই মানুষের ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে জুলাই যোদ্ধারা, সেই যুবসমাজ মুখিয়ে আছে ১৩ তারিখ থেকে নতুন এক বাংলাদেশ দেখার জন্য। যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের পক্ষ নিবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নিবে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা ও যে আকাঙ্ক্ষা, তা কাদের দ্বারা বাস্তবায়ন হবে।
এ সময় তিনি নোয়াখালীর ৬টি আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধের পাশাপাশি বিজয় নিয়ে ঘরে ফেরার অনুরোধ জানান।
পরে ডা. শফিকুর রহমান নোয়াখালীর ৬ আসনের জামায়াতের চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা এবং ১১ দলীয় জোটের পক্ষের দুইজন প্রার্থীর হাতে শাপলা কেলি তুলে দেন। এ সময় জনসভায় অংশ নেওয়া মানুষের মাঝে তাদের পরিচয় করিয়ে দেন তিনি।
এমবি

