জনগণ প্রমাণ করবে বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি : তারেক রহমান
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:১৫
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, সারা বাংলাদেশ জানে। এবার জনগণ প্রমাণ করে দেখাবে— বগুড়ার মাটি বিএনপির শুধু ঘাঁটি না, শক্ত ঘাঁটি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আপনারা দেখেছেন ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য। আমাদের অনেক কাজ এখনও বাকি আছে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ নির্বাচন। এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, সারা বাংলাদেশ জানে। এবার বগুড়ার জনগণের কাছে আমাদের দাবি, এই এলাকার জনগণ প্রমাণ করে দেখাবে— বগুড়ার মাটি বিএনপির শুধু ঘাঁটি না, শক্ত ঘাঁটি।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমি আপনাদেরই সন্তান। আল্লাহর রহমাতে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সুযোগ দিলে আমরা এবং আমি ব্যক্তিগতভাবে যেন দেশ ও দেশের মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে পারি। এই দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হবে, ইনশাল্লাহ।
এমবি

