Logo

রাজনীতি

ক্রান্তিলগ্নে মানুষের আস্থা বিএনপিতেই : আমীর খসরু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০০:১১

ক্রান্তিলগ্নে মানুষের আস্থা বিএনপিতেই : আমীর খসরু

ফাইল ছবি

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে মানুষের আস্থা সবসময় বিএনপির ওপর। শুক্রবার দুপুরে নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার আসুক, মানুষ তাদের মালিকানা ফিরে পাক, ভোটাধিকার ফিরে পাক, দেশে নির্বাচিত সরকার আসুক, তাদের জনপ্রতিনিধিরা সংসদে যাক। কোনো অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা পূরণ করতে পারে না। এটা বারবার প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রবিরোধী শক্তি যারা, জনগণের ওপর যাদের আস্থা নেই, তারাই নির্বাচন চায় না। কিন্তু দেশের জনগণ নির্বাচন চায়, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। জনগণ চায় নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ আসুক, দেশে স্থিতিশীলতা আসুক। এখন একটাই স্লোগান হচ্ছে, ১১-তে ১১ অর্থাৎ ১১ আসনে ১১টা বিষয়ের ওপর আমরা গুরুত্ব দিয়ে় একটা সিদ্ধান্ত নিয়েছি। 

১২০০ বেডের হসপিটাল, চট্টগ্রামে ভোকেশনাল সেন্টার, আইটি, পানির সমস্যা সমাধানসহ আরও কিছু সমস্যার সমাধান করা।’

তাঁর সঙ্গে গণসংযোগে অংশ নেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজি হানিফ সওদাগর, বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মো. নুরুজ্জামান, আবু সালেহ, মাহবুব এলাহী, মো. আশরাফ জাবেদ আনসারী, মো. ইমরান, মোজাদ বারেক প্রমুখ।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর