চাঁদাবাজির কারণে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার ঘুম হারাম : জামায়াত আমির
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০০:২৯
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের ওপর চাঁদাবাজির ফলে রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার ঘুম হারাম হয়ে গেছে। তিনি বৃহস্পতিবার বলেন, “একটি দলের পক্ষ থেকে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মায়ের গায়ে হাত। এত বোকা ভাবছেন মানুষকে?”
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, “তোমরা মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছ। তওবা করে এ পথ থেকে ফিরে আসো। যে দেশে মাঠে, ঘাটে, হাটে চাঁদাবাজি হয়, সেই দেশকে কেউ সভ্য বলবে না।”
তিনি আরও বলেন, “সব জায়গায় গণজোয়ার শুরু হয়েছে। এসব দেখে তারা দিশেহারা হয়ে গেছে। এখন মা-বোনদের গায়ে হাত দিচ্ছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে মায়েদের মর্যাদা বেশি। মায়েদের গায়ে হাত দিলে আমরা কথা বলব না।”
জামায়াত আমির আরও বলেন, “তোমাদের আহ্বান করব, তোমরাও চাঁদাবাজি ছেড়ে দাও। খাদ্যের অভাব হলে আল্লাহ ত্যাগ করে আমাদের দেয়া রিযিক ভাগাভাগি করে খাও। তারপরও চাঁদাবাজি বন্ধ করো। হারামের দিকে হাত বাড়িও না।”
তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি ও গণতান্ত্রিক অধিকার নিয়ে মন্তব্য করে বলেন, “মায়েরা বলছে, আমরা অনিরাপদ বাংলাদেশ চাই না; আমরা নিরাপদ বাংলাদেশ চাই। এদেশের মা-বোনেরা ১১ দলীয় জোটকে বেছে নিলেন, আর তাদের মনের ওপর চাবুক চলবে না। যারা ফ্যাসিবাদকে দমন করতে বুকের রক্ত দিয়েছে, তারা এখনো ঘুমায় না। জনগণের ভোট নিয়ে অন্য চিন্তা করলে তারা সিংহের মতো গর্জন করবে।”
নির্বাচনী জনসভায় জামায়াত আমির কুমিল্লা-৯ ও ১০ আসনের দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
জনসভায় বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের জামায়াতের প্রার্থী সৈয়দ একে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জামায়াতের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্র শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির শাহজাহান, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম ও অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
এএস/

