জামায়াত আমির
কুমিল্লা বিমানবন্দর সচল-ইপিজেড আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪
ছবি : বাংলাদেশের খবর
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ গঠনের আগে বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করতে হবে এবং কুমিল্লা ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন। তিনি বলেন, ইপিজেড আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আগ্রহী হবেন।
তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় কুমিল্লা টাউনহল মাঠে ১১ দলীয় জোটের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি করি না, প্রতিশোধ আমাদের নীতি নয়। আমরা সুনীতির রাজনীতি করি, রাজার নীতি নয়।’
তিনি আরও বলেন, ‘আগের সময়ে বিভিন্ন রাজনৈতিক দল দমন-পীড়নের শিকার হলেও ১/১১-পরবর্তী সময়ে কোনো দলের অফিস বন্ধ হয়নি বা প্রতীক কেড়ে নেওয়া হয়নি।’
তিনি দাবি করেন, গুমের ঘটনায় জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না।’
অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জামায়াত চাঁদাবাজিতে জড়াবে না। আমরা একজনকে আসামি করে মামলা করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি।’
তিনি দেশে চাঁদাবাজি বেড়ে যাওয়ার অভিযোগ করে বলেন, ‘শিল্পপতি থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ী কেউ রেহাই পাচ্ছেন না। রাতে ফোন দিয়ে চাঁদা চাওয়া হয়, সকালে লোক পাঠানোর হুমকি দেওয়া হয়। সাড়ে ১৫ বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ জনগণকে ঐক্যবদ্ধভাবে অবস্থান জানাতে হবে। মা-বোনদের সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেললে যুবসমাজ চুপ থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে দাঁড়াতে হবে।’
এক পর্যায়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় এক বৃদ্ধা মাকে জড়িয়ে ধরার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘একজন মাকে জড়িয়ে ধরলে এত আপত্তি কেন? তাদের কি মা নেই?’
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
এআরএস

