ক্ষমতায় গেলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করব : আসিফ মাহমুদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা এবার নির্ভয়ে ভোট দিতে চায়। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. জাহিদুর ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু নিজের ভোট দেওয়া নয়, বরং ১২ কোটি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেন্দ্র দখল ও হানাহানি রুখতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ চায় আপনারা তাদের ভোটাধিকার রক্ষা করুন, যেন ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফিরতে পারেন।’
ভালুকার স্থানীয় সমস্যা তুলে ধরে এনসিপি মুখপাত্র বলেন, ‘নির্বিচারে বন উজাড় ও দখলের ফলে এখানকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। শিল্পায়ন হলেও স্থানীয় তরুণদের পর্যাপ্ত কর্মসংস্থান হচ্ছে না।’ তিনি আশ্বাস দেন, ক্ষমতায় গেলে স্থানীয়দের কর্মসংস্থান ও পরিবেশ রক্ষায় বিশেষ জোর দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী ডা. জাহিদুর ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম ও উপজেলা আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলুসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা শেষে একটি নির্বাচনী পদযাত্রা ভালুকা বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জোটের বিভিন্ন শরিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
রোমান আহমেদ নকিব/এমএইচএস

