কোনো কোনো মহল এখনও চেষ্টা করছে ভোট বাধাগ্রস্ত করার : তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৫
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, ‘এখনও কোনো কোনো মহল চেষ্টা করছে ভোটকে বাধাগ্রস্ত করার। তাদের বিভিন্ন লোকজন বিশেষ করে যাঁরা মা–বোন আছেন, তাঁদের কাছে গিয়ে বিভিন্নভাবে এনআইডি নম্বর নেওয়ার চেষ্টা করছে, তাঁদের বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে।’
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে বিএনপির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনারা যাঁরা মা–বোনরা এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যাঁরা উপস্থিত আছেন, আপনারা ঘরে গিয়ে যদি কোনো এ ধরনের ঘটনা ঘটে থাকে, তা সতর্ক করুন। আপনারা মুরব্বিদেরও সতর্ক করবেন। যারা ভোটের আগে এই সব অনৈতিক কাজ করতে পারে, তারা সুযোগ পেলে দেশের স্বার্থ কীভাবে বিপন্ন করতে পারে, তা মুরব্বিদেরকে সতর্ক করতে হবে।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি ঢাকা শহরসহ কিছু বড় শহরে মেগা প্রজেক্ট হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবি মামলা—সবই ঘটেছে। প্রচণ্ড রকমের দুর্নীতিও দেখা গেছে। এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিতে হবে।’
তিনি বলেন, ‘১২ তারিখের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় এবং জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায়, এজন্য জনগণকেই এগিয়ে আসতে হবে। এই দেশের কী হবে, কী হবে না, তার সিদ্ধান্ত নেওয়ার মালিক দেশের জনগণ।’
টাঙ্গাইলের ঐতিহ্য ও শিল্প বিকাশের কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি ও টুপির ঐতিহ্যকে ধরে রেখে এ জেলাকে পর্যায়ক্রমে শিল্পের শহরে পরিণত করার চেষ্টা করা হবে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে কঠোর পরিশ্রম এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যাবশ্যক।’
টাঙ্গাইল শহর বাইপাস সড়কের দরুন চরজানা এলাকায় আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের ধানের শীষ প্রার্থী আব্দুস সালাম (পিন্টু), ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের প্রার্থী আহমেদ আযম খান, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু), টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী ও শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-১ আসনের প্রার্থী ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল-৩ আসনের প্রার্থী এস এম ওবায়দুল হক, টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী লুৎফর রহমান এবং টাঙ্গাইল-৬ আসনের প্রার্থী রবিউল আওয়াল। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক।
এএস/

