Logo

রাজনীতি

নেতা ‘হ্যাঁ’ ভোট চেয়েছে, কর্মীরা ‘না’ ভোট চাইলে তাদের গুপ্ত বলবেন : আসিফ মাহমুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৬

নেতা ‘হ্যাঁ’ ভোট চেয়েছে, কর্মীরা ‘না’ ভোট চাইলে তাদের গুপ্ত বলবেন : আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সংস্কারের প্রশ্নে এতদিন কিছু না বললেও দুই মাস পর একটি দলের প্রধান “হ্যাঁ” ভোটের পক্ষে কথা বলছেন। নেতা “হ্যাঁ” ভোটের পক্ষে থাকলেও তাঁর কর্মীরা “না” ভোট চাইছেন। এখন কর্মীরা যদি “না” ভোট চান, তাহলে তাদের বলা হবে গুপ্ত। এভাবে “না” ভোট চাওয়াও গুপ্ত কাজ হয়ে যায়।’

শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাইফুল্লাহ হায়দারের আবেদনের পাশাপাশি এ এলাকার মানুষের আবেদনের প্রেক্ষিতে ৩ কোটি ৪০ লাখ টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল। বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা যদি তাঁকে নির্বাচিত করেন, তাহলে তিনি আপনাদের জন্য আরও বেশি করে কাজ করতে পারবেন।

তিনি বলেন, ‘আমরা ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ থেকে শাপলা চত্বর হয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সব শহীদের হত্যার বিচার করব, ইনশাআল্লাহ। আমরা সরকার গঠন করলে “হিসাব দাও” নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব সাধারণ মানুষের কাছে প্রকাশ করব।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘আমরা তিন দিক দিয়ে একটি দেশ দ্বারা ঘেরাও অবস্থায় আছি। তাদের কাছে প্রত্যাশা ছিল ভালো প্রতিবেশী হওয়ার, কিন্তু তারা আমাদের ছোট প্রতিবেশী হিসেবে ট্রিট করতে চায়। ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠন করলে আমরা যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব। সামরিক বাহিনীর অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য সংখ্যা দ্বিগুণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে বাংলাদেশের সংস্কারের জন্য আমরা কৃতজ্ঞ। তবে তিনি জীবনে একটি ভুল করেছিলেন—বাকশাল গঠনের পরও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে। হাসিনাকে ফিরিয়ে আনার ফল হিসেবে বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়াসহ নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। দেশের মানুষও নির্যাতনের শিকার হয়েছে। একটি দল আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আপনারা যদি নির্যাতিত হতে চান, দেশ ছেড়ে যেতে চান, তাহলে আমরা আর আপনাদের পাশে থাকব না।’

তারেক রহমানের কৃষক ঋণ মওকুফ প্রসঙ্গে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘একটি দল কৃষকদের ঋণ মওকুফের কথা বলছে। ২০০১ সালেও তারা একই কথা বলেছিল, কিন্তু তা বাস্তবায়ন করেনি। ২৫ বছরেও ঋণ মওকুফ করা হয়নি। এবার আবার বললে জিজ্ঞেস করবেন—এবার মওকুফ হবে কবে?’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি মাশরুর আহমেদ এবং টাঙ্গাইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনে মোবারক বাবুল।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর