Logo

রাজনীতি

গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায় : ডা. শফিকুর রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪

গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায় : ডা. শফিকুর রহমান

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেনি। সেই মানুষ যদি আমাকে বলে—গুপ্ত না সুপ্ত! হ্যাঁ, আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন, তাহলে আমি অবশ্যই গুপ্ত।’

শনিবার রাতে রাজধানীর গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন জামায়াতের আমির। ভোটের প্রচারে তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে ‘গুপ্ত’ বলে খোঁচা দিচ্ছেন এবং আওয়ামী লীগ সরকারের সময় দলটি আন্দোলনে ছিল না বলেও দাবি করছেন।

শেখ হাসিনার শাসনামলে তিন বছরের বেশি সময় কারাগারে থাকার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমানের বক্তব্যের জবাবে ঢাকা-১০ আসনের ওই সভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমরা পালিয়ে যাইনি। ইচ্ছা করলে যেতে পারতাম। শুধু আমি নই, জামায়াতের কেউ পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যুর ঝুঁকি জেনেও আমরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছি।’

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটের প্রচারে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও মারধরের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ভোট চাইতে গিয়ে যাঁরা মায়েদের বুকে লাথি দিয়েছে, কাপড় খুলে নেওয়ার হুমকি দিয়েছে, তাঁরাই এখন “ফ্যামিলি কার্ড”-এর নামে মায়েদের প্রতি দরদ দেখাচ্ছেন!’

জামায়াত ক্ষমতায় গেলে চামড়াশিল্পের আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, হাজারীবাগের ট্যানারিশিল্প সাভারে স্থানান্তর হলেও তা এখনো আধুনিক শিল্পে রূপ নেয়নি। এ খাতের উন্নয়নে জামায়াত সব ধরনের ব্যবস্থা নেবে।

জনসভায় জামায়াত আমির ঢাকা-১০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জসীম উদ্দীন সরকারের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থী ঢাকা-১০ আসনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংকট, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।


এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর