Logo

রাজনীতি

ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় জাগ্রত পার্টির নিন্দা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৫

ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় জাগ্রত পার্টির নিন্দা

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।

শনিবার (৪ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান মো. ইকরামুল হক খান ও মহাসচিব আবুল কালাম আজাদ এ ঘটনায় নিন্দা জানান। 

জাগ্রত পার্টির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে অংশগ্রহণকারী গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। জুলাই অভ্যুত্থানের পর দেশের জনগণ যখন একটি নতুন ও সুষ্ঠু রাজনৈতিক ধারার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন এমন সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মারাত্মক হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

ফারুক হাসানকে হাসপাতালে দেখতে যান জাগ্রত পার্টির নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন মুন্সি, দফতর সম্পাদক কাজী শামসুল ইসলাম এবং প্রেস অ্যান্ড মিডিয়া উইংয়ের এম এ রহিম খান।

পার্টির পক্ষ থেকে ফারুক হাসানের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এইচকে/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাগ্রত পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর