Logo

রাজনীতি

কোরআনের পথেই শান্তি, জামায়াত দেশবাসীকে সেদিকেই আহ্বান করে

রংপুরে ডা. শফিকুর রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২২:০২

কোরআনের পথেই শান্তি, জামায়াত দেশবাসীকে সেদিকেই আহ্বান করে

ভিডিও থেকে নেওয়া ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র কোরআনের পথেই শান্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামি দেশবাসীকে সে পথেই আহ্বান করে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর মহানগরীর শহীদ আবু সাঈদ চত্ত্বরে সমাবেশে তিনি একথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, আমরা নেতা হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। কোরআনের পথের দিকে আহ্বান করাই আমাদের উদ্দেশ্য। 

তিনি নিজেদের নেতাকর্মীদের চাঁদাবাজি, অন্যায়, মামলা বাণিজ্যসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। 

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, সমাজ পরিচ্ছন্ন হওয়ার আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।

সবার শেষে তিনি বলেন, আমরা আন্দোলনকারীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই- ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।’ এ সময় জামায়াত আমির দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।  

নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর