Logo

রাজনীতি

হাসিনার স্বৈরশাসন প্রতিষ্ঠায় রুমিন ফারহানারা ভূমিকা রেখেছিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৩

হাসিনার স্বৈরশাসন প্রতিষ্ঠায় রুমিন ফারহানারা ভূমিকা রেখেছিল

হাসিনার স্বৈরশাসন প্রতিষ্ঠায় রুমিন ফারহানারা ভূমিকা রেখেছিল বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। সোমবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। 

আব্দুল কাদের বলেন, ‘হাসিনার স্বৈরশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই রুমিন ফারহানারা। ১৪ সালে বেগম জিয়াকে যেনতেনভাবে বুঝিয়ে নির্বাচন থেকে দূরে রেখেছিল দলের কিছু সিনিয়র নেতা, বিনিময়ে মোটা অংকের টাকা নিয়েছিল হাসিনার থেকে।’

তিনি বলেন, ‘১৮ সালে জনতার সাথে আরেক তামাশা করল তারা, ভোটচুরির নির্বাচন বয়কট করল ঠিকই; কিন্তু ভোটে জিতে রুমিন ফারাহানারা সংসদে গিয়ে আবার সেই নির্বাচনকে বৈধতাও দিল! ২৪ সালে তো পুরাপুরি আস্থা রেখেছিল বহিঃশক্তির ওপর; দেশের মানুষ-দলীয় নেতাকর্মীদের ওপর আস্থা রাখে নাই। শেষপর্যন্ত কি হইলো? বহিঃশক্তিরা গাছে তুলে দিয়ে মই নিয়ে চলে গেল!’


বিএনপির সিদ্ধান্ত বাস্তবায়নের আগে হাসিনার কাছে চলে যেত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সর্ষের মধ্যে ভূত নিয়ে বিএনপি গত একযুগ ধরে ঈদের পর পর আন্দোলন চালিয়ে গেছে, বিএনপির গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই হাসিনার কাছে চলে গেছে। এতে করে, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন; কিন্ত রুমিন ফারহানার মতো নেতারা একপ্রকার আরাম-আয়েশেই ফ্যাসিবাদী আমন উপভোগ করেছেন।’

কাদের বলেন, ‘রুমিন ফারহানাদের এমন কর্মকাণ্ডে কেবল বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিষয়টা তেমন না; পুরা দেশ, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী বিরোধীদল না থাকায় মানুষ হাসিনার নিপীড়ন নির্যাতনকে নিয়তি হিসেবে ধরে নিয়ে সহ্য করে গিয়েছে। জনসাধারণের দাবি-দাওয়াগুলো নিয়ে কথা বলার জন্য তখন কোনো আস্থাভাজন নেতা খুঁজে পাওয়া যায়নি, তখন নেতা ছিল রুমিন ফারহানা।’

তিনি আরও বলেন, ‘ঈদের পর পর কেবল ভোটের জন্য আন্দোলন করত, ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বয়কট করত, নিজে জিতে গেলে সংসদে গিয়ে নিরাপদে থাকত।’

ডিআর/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রুমিন ফারহানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর