Logo

রাজনীতি

স্কুলছাত্রকে পেটালেন কৃষকদল নেতা

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

স্কুলছাত্রকে পেটালেন কৃষকদল নেতা

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মাহিম (১১) কে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠছে ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান গোলাপের বিরুদ্ধে। 

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তেঘরিয়া কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বিচারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘অন্যায়ভাবে আমাদের সহপাঠী মাহিমকে মারধর করছে সেই কৃষকদলের নেতা গোলাপের বিচারের দাবি জানাচ্ছি। দ্রুত বিচারে আওতায় না আনা হলে আমরা শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলব।’

ভুক্তভোগী ছাত্র মো. মাহিম বলেন, ‘স্কুলে গিয়ে বন্ধুদের সাথে রাস্তায় বের হই। গোলাপের নির্মাণাধীন বাড়ির পাশে হাঁটতে যাই। পরে গোলাপ মিথ্যা অপবাদ আমাকে মারধর করে হাঁটু, গলা ও পিঠে জখম করায় আমি অসুস্থ হয়ে পড়ি। শরীরে প্রচণ্ড ব্যথা বিছানা থেকে উঠতে পারছি না, কিছু খেতে পারছি না। খাবার খেলেই বমি করছি।’

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মাসুম মিয়া বলেন, ‘আমার সন্তানকে যারা অন্যায় ভাবে মারধর করছে, তাদের বিচার চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ‘একজন শিক্ষার্থীকে এভাবে মারধর করার সাহস কীভাবে পায়। আমার শিক্ষার্থী কোন অন্যায় করে থাকলে স্কুল কর্তৃপক্ষের কাছে জানাবে। এ বিষয়ে স্কুল কমিটির সভাপতিকে জানানো হয়েছে। আমরা এই অপরাধের সঠিক বিচারের দাবি জানাচ্ছি ‘

এ বিষয়ে ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান গোলাপকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

মো. এরশাদ হোসেন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর