Logo

ধর্ম

মারকাযুল হুদা মাদ্রাসার সবক উদ্বোধন

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:১৪

মারকাযুল হুদা মাদ্রাসার সবক উদ্বোধন

রাজধানী ঢাকার ভাটারায় অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল হুদা মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষের সবক শুরু হয়েছে। সবক উদ্বোধন করেন আল্লামা নুর হোসাইন কাসেমী (রহ.)-এর সাহেবজাদা মুফতি জাবের কাসেমী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানটির হলরুমে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রদের বছরের প্রথম সবক প্রদান করেন মুফতি জাবের কাসেমী। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছাত্র-শিক্ষকদের আগামী দিনের পাথেয় হিসেবে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। এ সময় বিশেষভাবে আরও উপস্থিত ছিলেন তরুণ প্রতিভাবান আলেমদ্বীন ইমাম ও খতিব মাওলানা আলকমা বিন জাফর। 

মাদ্রাসার পরিচালক মাওলানা আহমাদ আলী জানান, আমাদের মাদ্রাসায় আজ আনুষ্ঠানিকভাবে সবক শুরু হলো। দেশবাসীর নিকট দোয়া চাই- যেন আমরা সফলভাবে বছর সম্পন্ন করতে পারি এবং ছাত্রদেরকে পরিপূর্ণভাবে হক আদায় করতে সক্ষম হই। 

মারকাযুল হুদা একটি বহুমুখী কওমি মাদ্রাসা। এখানে ইসলামিক কিন্ডারগার্টেন, নূরানি মক্তব, নাজেরা ও হিফজের পাশাপাশি মাদানি নেসাবও (১ম ও ২য় বর্ষ) রয়েছে। সবক শুরু হলেও কোটা পূরণ সাপেক্ষে আরও কিছু ছাত্র নেবে প্রতিষ্ঠানটি। ভর্তির জন্য যোগাযোগ- খন্দকারবাড়ির মোড়, ছোলমাইদ, ভাটারা, গুলশান, ঢাকা-১২১২। ফোন: +880 1779-754521, 01778063436

 ডিআর/বিএইচ

 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর