Logo

খবর

টঙ্গীতে তাবলীগের শীর্ষ মুরুব্বি মোশাররফ হোসেনের দাফনে বাধা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৪৮

টঙ্গীতে তাবলীগের শীর্ষ মুরুব্বি মোশাররফ হোসেনের দাফনে বাধা

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি এবং কাকরাইল মসজিদের আহলে শূরা সদস্য হজরত মাওলানা মোশাররফ হোসেন (রহ.)-এর দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে টঙ্গীতে। এতে তাবলীগের অনুসারীরা হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন।

৭৫ বছর বয়সী মাওলানা মোশাররফ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন এবং শেষ দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানার শেষ ইচ্ছে ছিল টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের কবরস্থানে দাফন হওয়া, যেখানে তাবলীগ জামাতের অন্যান্য মুরুব্বি দাফন হন। কিন্তু টঙ্গী ময়দানের বর্তমান নিয়ন্ত্রণকারী মুরুব্বি মাওলানা জুবায়ের দাফনে বাধা দেন। এ ঘটনায় তাবলীগের অনুসারীদের মধ্যে বিস্ময় ও ব্যথা তৈরি হয়েছে।

তাবলীগের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন, ‘মাওলানা মোশাররফ ছিলেন প্রবীণ মুরুব্বি ও কাকরাইল মসজিদের আহলে শূরা সদস্য। তাঁর বিপুল কুরবানিকে অস্বীকার করে দাফনে বাধা দেওয়া অমানবিক। মানুষ চলে যাওয়ার পর হিংসা ধরে রাখা পাপ।’

তাবলীগ জামাতের নিয়ম অনুযায়ী, কাকরাইল মসজিদের শূরা সদস্য মারা গেলে তাঁদের দাফন টঙ্গী ইজতেমা ময়দানে হয়। কিন্তু এ নিয়ম উপেক্ষিত হওয়ায় অনুসারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, মাওলানার জানাজায় সারাদেশ থেকে সাথীরা অংশ নেবেন। আজ রাত সাড়ে ৯টায় টঙ্গীর পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর