Logo

খবর

৩১ বছর পূর্তি উপলক্ষে জামিয়াতু ইবরাহীমে দস্তারবন্দী মহাসম্মেলন

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৪

৩১ বছর পূর্তি উপলক্ষে জামিয়াতু ইবরাহীমে দস্তারবন্দী মহাসম্মেলন

আগামী ১৩-১৪ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-এর ৩১ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ বয়ান করবেন বলে জানা গেছে।

জামিয়াতু ইবরাহীম প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য এ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণকারী সাড়ে তিন হাজার হাফেজ আলেম ও মুফতিদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হবে।

কর্তৃপক্ষের সূত্র মতে, পঞ্চাশ হাজার লোকের অবস্থানের জন্য সুবিশাল প্যান্ডেল ও যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, প্রথম দিন (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই দস্তারবন্দী সম্মেলন শুক্রবার রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশবাসীকে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে দোয়া কামনা করেছেন।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর